১। জনাব, মোঃ ইদ্রিস আলী (বীর প্রতিক) চেয়ারম্যান উপজেলা পরিষদ দোয়ারাবাজার, সুনামগঞ্জ। ২। জনাব, মোঃ আব্দুছ ছোবহান চেয়ারম্যান, বাংলাবাজার ইউনিয়ন পরিষদ, দোয়ারাবাজার, সুনামগঞ্জ।
প্রখ্যাত ব্যক্তিত্বের মাঝে রয়েছেনঃ-
ভূমিকাঃ-
একজন ব্যাক্তি যিনি বাংলাবাজার ইউনিয়নে পাকিস্থান আমলে এসেছিলেন হবিগঞ্জের চুনারুঘাট থেকে পিতা (জনাব, হাজী ইসমাঈল মুন্সী) এর সাথে জীবিকার সন্ধানে চলে আসেন ঐতিহ্যবাহী বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামে এসে বসবাস শুরু করেন লেখাপড়া করেন ছাতক হাই স্কুলে তখনকার সময় মেট্রিক পাশ করার পর থেকে তিনি এলাকায় একজন ধর্নাড্য ব্যক্তিত্ব জনাব, হাজী মফিজ আলী সাহেব উনাকে বলেন যে, আমি এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠা করতে চাই তখন তিনি বলেন ঠিক আছে আমি জমির ব্যবস্থা করব । তখন তিনি বড়খাল হাই স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করলেন। বর্তমানে সেই শিক্ষা প্রতিষ্ঠানটি বড়খাল বহুমূখী স্কুল এন্ড কলেজ নামে পরিচিত। এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নিজেই ৩০ বছ শিক্ষকতা করেন প্রথমে তিনি ছিলেন প্রধান শিক্ষক এবং পরে তিনি অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা পরিষদ এর নির্বাচিত উপজেলা চেয়ারম্যান । তিনি ছিলেন সৎ নিষ্ঠাবান সাহসি একজন ধর্মপ্রাণ ব্যক্তিত্ব ।
বিবরণঃ-
প্রখ্যাত এই ব্যক্তিত্ব জীবনে ১টি মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাহার সন্তান সংখ্যা ৪জন ছেলে ।
১। মোঃ আবুল কাশেম ২। মোঃ আবুল হাসনাত ৩। মোঃ আবুল হোসেন ৪। মোঃ হুমায়ন আহমেদ সুহেল।
বড়ছেলে সরকারী চাকুরী করেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক । এবং ২য় ছেলে মোঃ আবুল হাসনাত তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সরকারী চাকুরী করেন। অফিসার পদে দায়িত্ব পালন করছেন। ৩য় সন্তান মোঃ আবুল হোসেন তিনি ইসলামী ফাউন্ডেশন দোয়ারাবাজার এর দায়িত্বে আছেন । এবং ৪র্থ ছেলে মোঃ হুমায়ন আহমেদ সোহেল , সিলেট কৃষি বিশ্বিবিদ্যালয় এ মেডিকেল এসিসটেন্ট পদে সরকারী চাকুরীতে কর্মরত আছেন।
জনাব, ইদ্রিছ আলী (বীর প্রতিক) তিনি জীবনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন আমাদের দোয়ারাবাজার উপজেলাতে তিনি নিজের চেষ্টায় ১০-১২টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্টার জন্য আপ্রাণ চেষ্টা করে সফল হয়েছেন। বর্তমানে এই এলাকার মানুষ লেখাপড়া করে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছেন , অনেক শিক্ষার্থী পাশকরে ভাল অবস্থানে আছেন। তাছারা এমসি কলেজ, মদন মোহন কলেজ, ঢাকা আদমজী কেন্টনমেন্ট কলেজ, সহ অনেক ভাল ভাল কলেজে লেখাপড়া করছেন । তাহা শুধু সম্ভব হয়েছে এই গুণী ব্যক্তিত্বের জন্য ।
উপসংহারঃ-
বাংলাবাজার ইউনিয়নের সুনাম খ্যাতি শুধুমাত্র সম্ভব হয়েছে, একটি ব্যক্তির জন্য তিনি আর কউনন তিনি হচ্ছেন জনাব, ইদ্রিছ আলী (বীর প্রতিক) বর্তমান উপজেলা চেয়ারম্যান, দোয়ারাবাজার,সুনামগঞ্জ। তিনি এই এলাকায় অসংখ্য মানুষ তৈরি করেছেন, যারা ভবিষ্যতে উন্নত জীবনের অধিকারী হয়ে, আল্লাহ ও রাসুলের অনুসরণ করে চলবে। এই ব্যক্তি তাহার নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন শুধু মানুষের কল্যাণে কাজ করে। তিনি মসজি স্থাপন করেছেন তাহার নিজ এলাকা বড়খাল জামে মসজিদ এই মসজিদটি একটি সুন্দর মসজিদ হিসেবে এলাকায় খ্যাতি রয়েছে। তিনি যেন দুনিয়া ও আখেরাতে শান্তি লাভ করেন এই কামনা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস