Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে বাংলাবাজার ইউনিয়নঃ

ইউনিয়নকে জানুনঃ  প্রকৃতির রপসী কন্যা আমাদের এই সিলেট বিভাগ । 

যাহার বুকে ঘুমিয়ে আছেন অলীকুলের শিরমনী হযরত শাহজালাল (রঃ)। সিলেট বিভাগের অন্তগর্ত একটি জেলার নাম সুনামগঞ্জ।(যাহার প্রাণ; ‘মাছ পাথর ধান’)বিভিন্ন তরি-তরকারী, সবজি ও হাওর বাওর দিয়ে গঠিত উপজেলার নাম দোয়ারাবাজার, যাহাতে ঘিরে রয়েছে দিঘতম নদী সুরমা।  যার গর্ভে রয়েছে প্রাকৃতিক সম্পদ গ্যাস। দোয়ারাবাজার উপজেলার একটি ইউনিয়নের নামঃ ১নং বাংলাবাজার ইউনিয়ন। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য , সুজলা  ‍সুফলা শ্বস্য শ্যামলা একটি  ইউনিয়ন পরিষদ। যার ভূমিতে বিদ্ধমান বীর মুক্তিযোদ্ধাদের ৯ নং সেক্টর। কালের পরিক্রমায় আজ বাংলাবাজার ইউনিয়ন শিক্ষা,  সংস্কৃতি, ধমীর্য় অনুষ্ঠান,  খেলাধুলা আইন শৃংখলা ও নিয়ম নীতি সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকিয়তায় আজও সমুজ্জল।

 

এক নজরে ইউনিয়ন:

 

* নাম: ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদ
* আয়তনঃ  ৩৮ বর্গ কিঃ মিঃ,
* লোকসংখ্যাঃ  ৪০,০০৫  জন  (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
* গ্রামের সংখ্যাঃ  ৩৮টি,
* মৌজার সংখ্যাঃ ২৫ টি,
* হাটবাজারের সংখ্যাঃ ৪ টি,
* উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি, লেগুনা, মোটরসাইকেল, রিক্সা।
* শিক্ষার হারঃ ৮৬%
* সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ  ৫ টি,
* বেসরকারী রেজি: প্রাথমিক বিদ্যালয়ঃ ৫ টি,
* কলেজঃ ১টি, বড়খাল স্কুল এন্ড কলেজ,
* ফাজিল  মাদ্রাসা ১ টি,কলাউড়া কাশেমিয়া সিঃ ফাজিল মাদ্রাসা,
* আলিম মাদ্রাসা ১টি, বরই উড়ি দারুঃ বহুঃ আলিম মাদ্রাসা,
* দাখিল মাদ্রাসা- ২টি, ইসলাম পুর ছিদ্দিকিয়া দাঃ মাদ্রাসা, জাহাঙ্গীরগাঁও মির্ধারপাড়া মহিলা দাখিল মাদ্রাসা।
* এবতেদায়ী মাদ্রাসা- ১টি  কুশিউড়া- ঢালিয়া এবতেদায়ী মাদ্রাসা,
* মসজিদ ৬৮ টি, ঈদগাহ ২৩টি, শ্বশান ১টি,গির্জা ১টি, উপাসনালয় ১টি,
* ঐতিহাসিক/পর্যটন স্থান: বাঁশতলা শহীদ মিনার
* ভূমি অফিস দোয়ারাবাজর এ অবস্থিত।
* কমিউনিটি ক্লিনিক ২টি
* ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমপ্লেক্স ১টি
* ক্রীড়া সংগঠন ২টি,
* এনজিও / আর্থিক প্রতিষ্ঠান ৫ টি
* বর্ডার গার্ড ক্যাম্প ৩টি, বাংলাবাজার ক্যাম্প বড়খাল, লাফার্জ ক্যাম্প ঘিলাতলী, হকনগর কলোনী ক্যাম্প, বাঁশতলা।

ইউনিয়ন পরিষদ এর জনবল-
*  নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন

* ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- ১ জন
*  ইউনিয়ন পরিষদ সচিব- ১ জন
*  ইউনিয়ন গ্রাম পুলিশ ৬ জন
* ইউনিয়ন দফাদার ১ জন

২। ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ
আইন-শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা। অপরাধ বিশৃংখলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা। কৃষি, বৃক্ষরোপন, মৎস্য ও পশু পালন স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ যোগাযোগ। পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো। স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা। জনগনের সম্পত্তি যথা-রাস্তা ব্রীজ কালভার্ট, বাধ, খাল, পল্লীবিদ্যুৎ ইত্যাদি সংরক্ষন। ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা। স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগনকে উৎসাহ  প্রদান করা। জন্ম-মূত্যু,  অন্ধ, ভিক্ষুক ও দুস্থঃদের নিবন্ধন করা। সব ধরনের শুমারী পরিচালনা করা। বিভিন্ন সমস্যার সমাধান, গ্রাম আদালত, শালিস উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, সরকারের পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন সেবা প্রদান, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, মূত্যু সনদসহ বিভিন্ন প্রত্যয়ন পত্র প্রদান, নিরাপদ পানি সরবরাহ, শিক্ষা কার্যক্রম পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট নির্মাণ ইত্যাদি।

 

বতর্মান চেয়ারম্যান
* নামঃ জনাব মোঃ জসিম আহমেদ চৌধুরী রানা
পিতাঃ মৃত আব্দুল কুদ্দুছ চৌধুরী, 

মাতাঃ মোছাঃ জয়গুন

বর্তমান ঠিকানাঃ গ্রামঃ চৌধুরীপাড়া, পোঃ বাংলাবাজার-৩০৭০০১, উপজেলাঃ দোয়ারা বাজার, জেলাঃ সুনামগঞ্জ।

স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ চৌধুরীপাড়া, পোঃ বাংলাবাজার-৩০৭০০১, উপজেলাঃ দোয়ারা বাজার, জেলাঃ সুনামগঞ্জ।

ই-মেইলঃ jashimahmed71@yahoo.com

মোবাইলঃ 01715171700

 

ইউ/পি সদস্যগণ

 

* জনাব, মোজাম্মেল                         ১নং ওয়ার্ড,  মোবাইল নং-০১৭১৪৪২৯৪৯৩
* জনাব, মোহাম্মদ আলা উদ্দিন            ২নং ওয়ার্ড, মোবাইল নং-০১৭১৫৭৭৭৬০৩
* জনাব, মোঃ ওমর ফারুক                ৩নং ওয়ার্ড,  মোবাইল নং-০১৭১২৩৫৩৩৯১
* জনাব, রায়হানুল ইসলাম রবিন         ৪নং ওয়ার্ড,  মোবাইল নং-০১৭৩০৯৫১৬৫৮
* জনাব, ধন মিয়া                          ৫নং ওয়ার্ড, মোবাইল নং-০১৭১৫৫২৬৪৭০
* জনাব, খোরশেদ আলম                  ৬নং ওয়ার্ড, মোবাইল নং-০১৭৩৭৪৫৯৮৫৮
* জনাব, নজরুল ইসলাম                  ৭নং ওয়ার্ড, মোবাইল নং-০১৭২৬৮৯৯৩৪৫
* জনাব, আবু হানিফ                       ৮নং ওয়ার্ড, মোবাইল নং-০১৭১৪৪৮২৬৭৩
* জনাব, মোহাম্মদ মোশাররফ হোসেন    ৯নং ওয়ার্ড, মোবাইল নং-০১৭৪৮১২২৯৯০

 

ইউ/পি  সদস্যা (সংরক্ষিত আসন)

 

* জনাব, মোছাঃ মিনারা বেগম -১,২,৩ নং ওয়ার্ড মোবাইল নং-০১৭২৬৩৮১২৪১
* জনাব, মোছাঃ রেনুয়ারা বেগম- ৪,৫,৬ নং ওয়ার্ড মোবাইল নং ০১৭৬৩৬৯৫৪১৫
* জনাব, মোছাঃ আয়েশা খাতুন- ৭,৮,৯ নং ওয়ার্ড মোবাইল নং-০১৭৩৬৩৩৭১৫৫

 

৫। পূর্বতন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দঃ

 

* জনাব সামছুল হক     চেয়ারম্যান- তিনবার (একাধারে),
* জনাব কুরবান আলী   চেয়ারম্যান   ১ বার
* জনাব মুখলেছ মিয়া   চেয়ারম্যান  (ভারপ্রাপ্ত)
* জনাব আব্দুছ ছোবহান চেয়ারম্যান  চারবার (একাধারে),

 

৬। মাসিক কাযর্ক্রমঃ পরিষদের মাসিক সাধারণ সভা, স্থায়ী কমিটির সভা, ইউনিয়ন
উন্নয়ন সমন্বয় সভা, বিভিন্ন সময়ের উপর বিশেষ সভা অনুষ্ঠান করা হয়।
* বাজেটঃ  ২০১১-২০১২ ইং অর্থ বছরের প্রস্তাবিত আয় ৪৩,৩৭,৫২১/=  টাকা
                                           এবং প্রস্তাবিত ব্যয়= ৩৮,৭৭,৪৩৫/= টাকা।
* চলমান প্রকল্পঃ অতি দরিদ্রের কমর্সংস্থান কর্মসূচি, কাবিখা প্রকল্প ও টি আর।

 

 

* অফিসের নামঃ ১নং বাংলাবাজার  ইউনিয়ন পরিষদ কার্যালয়
* অফিসের ঠিকানাঃ বাংলাবাজার-৩০৭০০১,  দোয়ারা বাজার, সুনামগঞ্জ।
* চেয়ারম্যান/কর্মকর্তার প্রোফাইলঃ
* নামঃ  জসিম আহমেদ চৌধুরী রানা
* পদবীঃ ইউ/পি চেয়ারম্যান
* ইমেইল আইডিঃ jashimahmed71@yahoo.com
* মোবাইলঃ ০১৭১৫১৭১৭০০


কমর্চারীর তথ্য


* নামঃ সচী কান্ত তালুকদার
* পদবীঃ ইউ/পি সচিব
* ইমেইল আইডিঃ sktalukdardb@gmail.com
* ফোন নং-০১৭১৮৬৭১৯৭৮

 

 

ইউআইএসসি ( উদোক্তার নাম)
১। মোঃ সোলায়মান

পিতাঃ মোঃ সুন্দর আলী

মাতাঃ মোসাম্মাৎ খোদেজা বেগম

ই-মেইলঃ- uiscsolayman@gmail.com

স্কাইপিঃ solayman.xxx

মোবাইলঃ- 01912705788, 01717569989

স্থায়ী ঠিকানাঃ গ্রাম+পোঃ বাংলাবাজার, উপজেলাঃ দোয়ারাবাজার, জেলাঃ সুনামগঞ্জ।

বর্তমান ঠিকানাঃ ঐ

 

২। ফাতেমা খাতুন

স্বামীঃ মোঃ সোলায়মান

মাতাঃ মনোয়ার বেগম

ই-মেইলঃ fatamasolayman@gmail.com

মোবাইলঃ 01917877369

স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ+পোঃ বাংলাবাজার, উপজেলাঃ দোয়ারাবাজার, জেলাঃ সুনামগঞ্জ।

বর্তমান ঠিকানাঃ ঐ


 অন্যান্য তথ্য (কি কি সেবা পাবেন) সরকারী সেবাসমুহঃ

বিভিন্ন সরকারী ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয় ভর্তি, জন্ম মৃত্যু নিবন্ধন, ভিজিডি তালিকা ও নাগরিক সনদ ইত্যাদি। 

 

জীবনজীবিকা ভিত্তিক তথ্যঃ
কৃষি, স্বাস্থ্য, শিক্ষা,আইন ও মানবাধিকার, পযটন, অকৃষি উদ্যেগ ইত্যাদি। জীবন জীবিকা ভিত্তিক তথ্য ভান্ডার জাতীয় ই-তথ্যকোষ  থেকে এ তথ্য সমূহ
প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউ আই এস সি সমূহে জাতীয় -তথ্যকোষের অফলাইন ভাসর্ন ও (সিডি/ডিভিডি) রয়েছে যাকে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ্ বাংলা ব্যাংক), কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা চ্যাজিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং সচেতনতা মূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, লেমিনেটিং করা প্রর্ভতি। ই-সেবা কেন্দ্র, জেলা প্রশাসন নাগরিক আবেদন  দাপ্তরিক আবেদন সবশের্ষ অবস্থা জানুনঃ নকলের আবেদন ।

০৪। সরকারী প্রতিষ্ঠানঃ
* কৃষি অফিস- বদরুল আলম, উপসহঃ কৃষি কমর্কর্তা, বাংলাবাজার= ০১৭১৬-৬৩৭৫৭১
* কৃষি অফিস- জনাব, রবিউল, উপসহঃ কৃষি কমর্কর্তা, বাংলাবাজার=০১৭৫৪৫২২২৩৪
* স্বাস্থ্য সেবা – মোসলেহ উদ্দিন, এ,এইচ,জি- বাংলাবাজার = ০১৭২৫৯৭৩৯৭৭
* বাংলাদেশ কৃষি ব্যাংকঃ  আফাজ উদ্দিন, ব্যবস্থাপক,বাংলাবাজার শাখা= ০১৭১৯৮৪০৪৭৪

০৫। এন,জি ও, (বেসরকারী)  প্রতিষ্ঠানঃ
* গ্রামীণ ব্যাংকঃ-  রীনা পারভীন, ব্যবস্থাপক, বাংলাবাজার= ০১৭১৩৮০২৫৯৯
* আশাঃ-  আবুল কালাম আজাদ, বি,এম, বাংলাবাজার= ০১৭৩০০৯৩১৮৭
* ব্র্যাকঃ- আঃ জলিল, বি,এম, বাংলাবাজার= ০১৭৩০৩৫০৪৮৭
* সি এন আর এসঃ- সৌরভ কান্তিরায়, ইউ,এফ, বাংলাবাজার= ০১৭১৬৩৯৩০
* ভার্ডঃ- আঃ রশিদ , উপজেলা ম্যানোঃ বাংলাবাজার= ০১৯২০১৩৩৯১৯
* গ্রামীণ শক্তিঃ- আইনল হক,  বি,এম, বাংলাবাজার= ০১৭৩০০৫০৬২২