বাংলাবাজার ইউনিয়নে ৪-৫টি ছোট ছোট নদী রয়েছে । খাল রয়েছে ৩-৪টি । নদীগুলোর মধ্যে ২টি নদীতে পানি শুকিয়ে যায় গ্রীষ্ম মৌসুমে বর্ষাকালে অল্প অল্প পানি থাকে ।
একটি নদীর নীচে পাকা রাস্তা রয়েছে । গ্রীষ্ম মৌসুমে সেই রাস্তা দিয়ে গাড়ী চলাচল করে । বর্ষা কালে নদীর পানির জন্য মাঝেমধ্যে গাড়ী চলতে পারেনা। অন্যান্য নদীর অবস্থা মোটামোটি ভালই পানি থাকে, নদী থেকে বিভিন্ন ধরণের মাছ পাওয়া যায়। খাল রয়েছে কয়েকটি তবে খাল এর বিকল্প এখন আবার রাবার ডাম্প রয়েছে ২টি। সেচের কাজে ব্যবহার করা হয় পানি। বোর মৌসুমে পারি দরকার পড়ে তাই সরকারী ভাবে সেখানে খাল এ বিকল্প হিসেবে সুইচ গেইট বনোনো হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস