Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তার কার্যাবলী ও সেবা সমূহ:

কি সেবা কিভাবে পাবেন

 

সেবা ও ধাপসমূহ

 

১। ভুমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্তের প্রসেস সমূহ কিকিঃ

(ক্রমানুসারে/চার্ট অনুসারে লিখতে হবে)

নির্ধারিত আবেদন ফরমে আবেদন করার পর প্রকৃত ভূমিহীন নির্বাচিত হলে আবেদনকারীর নামে প্রস্তাব আকারে নথি সৃজন করে উপজেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি কর্তৃক অনুমোদিত নথি সহকারী কমিশনার ভূমি। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় বরাবরে প্রেরণ করা হয়।

 

 

২। ২০ একরের নিম্নের জলমহালের ইজারা প্রদানের প্রসেস সমূহ কিকিঃ

(ক্রমানুসারে/চার্ট অনুসারে লিখতে হবে)

২০ একরের নিম্নের জলমহাল গুলি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কর্তৃক ইজারা প্রদান করা হয়।

 

 

 

৩। হাট বাজারের চান্দিনা ভিটি একসনা বন্দোবস্তের প্রসেস সমূহ কিকিঃ

(ক্রমানুসারে/চার্ট অনুসারে লিখতে হবে)

জেলা প্রশাসক মহোদয় কর্তৃক হাট বাজার ফেরী পেরী অনুমোদিত হলে খাসজমি ইজারা চাহিয়া কেহ সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করিলে উক্ত আবেদনের বিষয়ে সরেজমিনে তদন্ত করিয়া একটি প্রতিবেন সংগ্রহ করিয়া নথি সৃজন করে সহকারী কমিশনার (ভূমি) উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়ের নিকট প্রেরণ করা হয়। 

 

 

৪। নামজারী-জমাখারিজ প্রসেস সমূহ কিকিঃ

(ক্রমানুসারে/চার্ট অনুসারে লিখতে হবে)

নামজারী আবেদনের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) একটি নামজারী কেইস নথি রুজুকরতঃ সংশ্লিষ্ট সকলের শুনানী গ্রহন ও সংশ্লিষ্ট কাগজ পত্র পর্যালোচনা ও পরীক্ষান্তে সঠিক বিবেচিত হলে অনধিক ৪৫ দিনে মধ্যে নামজারীর আদেশ দিবেন। আবেদন না মঞ্জুর হলে কারন সহ আবেদনকারীকে অবহিত করবেন।

 

 

 

 

৫। অকৃষি খাস জমি বন্দোবস্তের প্রসেস সমূহ কিকিঃ

(ক্রমানুসারে/চার্ট অনুসারে লিখতে হবে)

অকৃষি খাসজমি বন্দোবস্তের সকল আবেদন জেলা প্রশাসক, মহোদয় বরাবরে দাখিল করিতে হইবে।